শিরোনাম
আখাউড়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মাদক পাচারকারী গ্রেফতার:
বিস্তারিত
ইং ১৬/০৩/২০২৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান করা কালে অত্র থানাধীন ২নং ধরখার ইউপিস্থ, ধরখার(মীমপল্লী) সাকিনে ধরখার বাসস্ট্যান্ড হইতে অনুমান ২০০ গজ পূর্ব দিকে পাকা রাস্তার উপর ধৃত আসামীর হেফাজত হইতে ৮০০০ (আট হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ (এক) জনকে গ্রেফতার করেন। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আলমত জব্দ তালিকা মূলে জব্দ
করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। হনুফা বেগম(৪২), স্বামী-মৃত আবুল বাশার, পিতা-নুরুল হক, মাতা-আসিয়া বেগম, সাং-শিবনগর, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।