শিরোনাম
আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৮ (আঠাশ) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ০২ জন।
বিস্তারিত
অদ্য ১৪/০৪/২০২৫ তারিখ রাত ০০.৪৫ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজার ৫০ গজ পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর হইতে ২৮ (আঠাশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করতঃ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
পিতা-আঃ আজিজ
মাতা-বকুল আক্তার,
সাং দক্ষিণ দেওরগাছ,
থানা-চুনারুঘাট
জেলা হবিগঞ্জ,
২। মো: হৃদয় মিয়া(২৪),
পিতা-মৃত জলফু মিয়া,
মাতা-নিলুফা বেগম,
সাং-দক্ষিণ বেজুরা,
থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।