কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৪/০১/২০২৩ খ্রিঃ তারিখ কসবা থানাধীন ৪নং খাড়েরা ইউপিস্থ ৭নং ওয়ার্ডের কেয়াইর সাকিনে আবু কাউছারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১. মোঃ রমজান আলী(২৬), পিতা-মোঃ খোরশেদ আলম ,স্থায়ী: গ্রাম- ধর্মপুর (৭নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কসবা, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ২. মুন্না(২০), পিতা-মামুন ,স্থায়ী: গ্রাম- ধর্মপুর (৭নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কসবা, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ৩. মোঃ লিটন(৪৮), পিতা-মৃত ইউনুছ মিয়া ,স্থায়ী: গ্রাম- ধর্মপুর (৭নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কসবা, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা জব্দ করতঃ আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর অভিযানে অদ্য ০৫/০১/২০২৩ খ্রিঃ তারিখ কসবা থানাধীন বিনাউটি ইউপির হাজীরুর সাকিনস্থ সাবেক মেম্বার আব্দুল্লাহ এর বাড়ীর সামনে কসবা টু সৈয়দাবাদ পাকা রাস্তার উপর থেকে ১. মোঃ তুহিন মিয়া(২২), পিতা-মৃত তাজুল ইসলাম, মাতা-ফরিদা বেগম ,স্থায়ী: গ্রাম- কালিপুর (কালীপুর, উত্তরপাড়া, ভৈরব পৌরসভা ১২নং ওয়ার্ড, খান মোহাম্মদ এর বাড়ীর পাশে) , উপজেলা/থানা- ভৈরব, জেলা –কিশোরগঞ্জ ২. মোঃ আরিফ (২০), পিতা-রৌফ মিয়া, মাতা-মৌসুমী আক্তার ,স্থায়ী: গ্রাম- কালিপুর (দক্ষিন পাড়া) (বিন্ধির বাড়ী ওসমান মোহাম্মদ এর বাড়ীর পাশে) , উপজেলা/থানা- ভৈরব, জেলা –কিশোরগঞ্জ ৩. মাহমুদুল হাসান রকি (১৯), পিতা-রবিন মিয়া, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন ,স্থায়ী: গ্রাম- বিরামপুর (রনি ড্রাইং এর পিছনে, মধবদী পৌরসভা) , উপজেলা/থানা- মাধবদী, জেলা –নরসিংদী’দের হেফাজত হতে ০৬ কেজি গাঁজা জব্দ করতঃ আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস