ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের নির্দেশে পুলিশের তালিকাভুক্ত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহপরান @পরান (৪০), পিতা- মৃত নান্নু মিয়া, সাং- উথারিয়াপাড়া (সিংগারবিল), থানা - বিজয়নগর, জেলা- ব্রাক্ষনবাড়িয়াকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম গতরাতে (০২/০৪/২৩) শিংগার বিল এলাকা হতে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা এবং ২টা স্মার্ট ফোনসহ গ্রেফতার করেছে। ধৃত পরান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৪৭, তাং- ২৯/০৩/২০২৩ ইং, ধারা- ২০১৮ ইং সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯( গ)/৪১ (১৬ কেজি গাজা উদ্ধার সংক্রান্তে মামলা) এর পলাতক আসামী। তার বিরুদ্ধে আরও ১০টি মাদক মামলা চলমান রয়েছে। অদ্য তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।