গত-২১/১২/২০২২ ইং তারিখ বিজয়নগর থানাধীন ৩নং ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামের পূর্ব মাথায় বিলের মাঝে একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে নগদ ৭০,০০০/- টাকা, ১০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, দুটি টর্চ লাইট এবং আটটি এন্ড্রোয়েড মোবাইল ফোন লুন্ঠন করে চলে যায়। এই সংক্রান্তে বাদী বিজয়নগর থানায় এজাহার দায়ের করেন যাহা বিজয়নগর থানার মামলা নং-৩৮, তাং-২২/১২/২০২২ ইং ধারা-৩৯৫ পেনাল কোড ।
মামলা দায়ের করার পর পরই ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন এর নির্দেশ মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ব্রাহ্মণবাড়িয়া এর তত্ত্ববধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়ার এর সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ বিজয়নগর থানা এর নেতৃত্বে ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম যৌথ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানের প্রেক্ষিতে ডাকাতি সংঘটিত হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই অত্র ডাকাতির ঘটনার সাথে জড়িত ১। এমদাদুল হক প্রকাশ মিলন প্রকাশ রিপন(৩৪), পিতা-আবু জাহের, মাতা-পিয়ারা বেগম, সাং-চাঁনপুর, ইউপি-পাহাড়পুর, ২। মোঃ চুন্নু মিয়া @ চুইন্না(৩০), পিতা-আব্দুল আউয়াল, সাং-বাগদিয়া, ইউপি-হরষপুর, উভয় থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ জালাল মিয়া @ জালাল ডাকাত(৩০), পিতা-ডুগাই মিয়া, সাং-মানিকপুর, ইউপি-বাঘাসুরা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৪। মোঃ জাফর মিয়া(২৭), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-হাজেরা বেগম, সাং-দাড়িয়াপুর (নজব আলীর বাড়ী), ইউপি-পাহারপুর, ৫। শুক্কুর আলী(৩৫), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-আয়েশা বেগম, সাং-দাড়িয়াপুর (নজব আলীর বাড়ী), ইউপি-পাহারপুর, উভয় থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের গ্রেফতার করেন। গ্রেফতারকালে এমদাদুল হক@ মিলন@ রিপন এর হেফাজত হইতে ডাকাতির ১০,০০০/-টাকা,ও একটি স্বর্নের চেইন যাহার ওজন-৬ আনা, আসামী জালাল মিয়া @ জালাল ডাকাত এর নিকট হইতে ৫,৫০০/- টাকা,এবং একটি সামস্যাং মোবাইল ফোন, আসামী চুন্নু মিয়া প্রকাশ চুইন্না এর হেফাজত হইতে একটি ভিভো মোবাইল সেট উদ্ধার করতঃ জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১) এমদাদুল হক@ মিলন@ রিপন ২) চুন্নু মিয়া @ চুন্না ডাকাত,৩) জালাল মিয়া নিজেদের ও সংগীয় অন্যান্যদের জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।