শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) বোতল ROYAL STAG হুইস্কি মদ ও ০১টি সিএনজি উদ্ধার সহ ০১ জন এবং অপর অভিযানে ০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০১ জন আসামী সহ সর্বমোট ০২ জন আসামী গ্রেফতার
বিস্তারিত
ইং ৩০/১২/২০২৪ তারিখ রাত ০১.৫০ ঘটিকার সময় আখাউড়া থানায় কর্মরত এস.আই(নিরস্ত্র) আবির আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, উত্তর মসজিদপাড়া সাকিনে জারু মিয়ার বাড়ির বসত ঘরের খাটের নিচ হইতে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক
জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। জারু মিয়া(৪৫), পিতা-মৃত লাল মিয়া, সাং-উত্তর মসজিদপাড়া
আখাউড়া পৌরসভা,থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
অপর অভিযান
ইং ৩০/১২/২০২৪ তারিখ সকাল ০৮.৪৫ ঘটিকার সময় আখাউড়া থানায় কর্মরত এস.আই(নিরস্ত্র )মোঃ জয়নাল আবেদীন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আখাউড়া থানাধীন আখাউড়া বাইপাস সংলগ্ন রেলওয়ে সিগন্যাল এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ রুহুল আমিন(৩৬),পিতা-মোঃ গিয়াস উদ্দিন,মাতা-মনোয়ারা বেগম,সাং-ছোট কেজুরী রামচন্দ্রপুর, কুসাই কাজী বাড়ীর পাশে, থানা-মুরাদনগর,জেলা-কুমিল্লার হেফাজত হতে ২০(বিশ) বোতল ROYAL STAG হুইস্কি মদ ও ০১টি সিএনজি উদ্ধার পূর্বক ০১জন আসামী গ্রেফতার করতঃ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।