Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কর্তৃক ১১(এগারো) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন গ্রেফতার”
বিস্তারিত

ইং ৩১/১২/২০২৪ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় কসবা থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা থানাধীন থানাধীন কসবা পৌরসভা তালতলা সাকিনের চৌরাস্তা মোড় বটতলার অনুমান ৩০ গজ দক্ষিণ পাশে কসবা টু সৈয়দাবাদ গামী পাকা রাস্তার ব্রীজের উপর হইতে ধৃত আসামী ১। আল আমিন (২৭), পিতা- আঃ মালেক, মাতা- আনোয়ারা প্রকাশ আনু বেগম, সাং-বালিয়াজুড়ি বাট্ট্রা, সাহেব বাড়ী ইউাপি- সাকুয়াই, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, বর্তমানে নানা-ওসমান আলী, সাং-বালিয়াপাঠান পাড়া, ওয়ার্ড নং-০৫ ইউপি-বালিয়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমান- বুট বাজার শহীদ সিদ্দিক রোড মোস্তফা মসজিদের পূর্বপাশে, থানা-গাছা, জেলা-গাজীপুর, ২। মোঃ বাশার (৩২), পিতা-আব্দুল গফুর, মাতা- শাহেরা বেগম, সাং-গঙ্গানগর রেলাইনের পশ্চিম পাশে ওয়ার্ড-০৪, ইউপি- শশীদল, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়ের হেফাজত হইতে  ১১(এগারো) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
31/12/2024
আর্কাইভ তারিখ
31/12/2027