ইং ০৩/০১/২০২৫ তারিখ সকাল ১০.১৫ ঘটিকার সময় আশুগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ)/গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আশুগঞ্জ থানাধীন চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুঃ ৩০ গজ পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। মো: জুয়েল মিয়া (৩০),পিতা- আ: বাতেন,মাতা- গুলবাহার বেগম,সাং-ভৈরবপুর (দক্ষিণ পাড়া),থানা-ভৈরব,জেলা-কিশোরগঞ্জ এর হেফাজত হইতে ১৬০০ (এক হাজার ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১টি নাম্বার বিহীন ১৫০ সিসি SUZUKI GIXXER মোটরসাইকেল উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস