শিরোনাম
"ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ০১(এক) ট্রাক ভারতীয় চিনি (১৫০ বস্তা) সহ ০৪ জন গ্রেফতার”
বিস্তারিত
অদ্য ০৮/০৩/২০২৫ খ্রিঃ তারিখ ১৩.৫০ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানাধীন ০২নং চান্দুরা ইউপিস্থ চান্দুরা বাস স্ট্যান্ড সংলগ্ন জিলানী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেকপোস্ট করা কালে সিলেট হইতে ঢাকাগামী গাড়ি তল্লাশীকালে ০১ ট্রাক (১৫০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং ০৪ জনকে
গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ রিয়াজ উদ্দিন (২০), পিতা- মোঃ আকলাক হোসেন, মাতা- আফিয়া বেগম, সাং- ডুপি সারিগাট, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট,
২। রিফাত মিয়া (৩০), পিতা- সফিকুল ইসলাম, মাতা- নাজমা বেগম, সাং- উজানীনগর, ইউপি- ১নং নিজপাট, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট,
৩। গোলাম মোস্তফা (৪০), পিতা- মৃত সোনা মিয়া, মাতা- মৃত সমুজা খাতুন, সাং- চন্ডিবের (সোলেমান মিয়ার বাড়ীর পাশে), ভৈরব পৌরসভা, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ,
৪। মোঃ আলতাব হোসেন (৫২), পিতা- মৃত কলিম উদ্দিন, মাতা- রশিদা বেগম, সাং- ইছাখালি, ইউপি- গজারিয়া, থানা- পলাশ, জেলা- নরসিংদী।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।