ইং ৩০/১২/২০২৪ তারিখ ১০:৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত এসআই(নিঃ)/মনিষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের কুমিল্লা টু সিলেট মহাসড়কের হাজী বাড়ীর সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে রাস্তার উপর সিএনজি গাড়ী তল্লাশী করিয়া ধৃত আসামী ১। রিমা বেগম(২৪),স্বামী- এরশাদ মিয়া,পিতা- রব মিয়া, মাতা- মৃত রুফিয়া খাতুন, সাং- সিঙ্গারবিল,কাশিনগর মধ্যপাড়া,থানা- বিজয়নগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত হতে ১৫( পনের) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের কুসাইবাড়ী, কাশিনগর এলাকায় পলাতক আসামী জসিম(৪২), পিতা- মৃত ফতে আলী, সাং- কাশিনগর, কুসাইবাড়ী, সিংগারবিল ইউনিয়ন, থানা- বিজয়ণগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এর বসতঘর হইতে ৭৫(পচাত্তর) বোতল স্কফ ও ২(দুই) কেজি গাজাঁ উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস