২৪ ঘন্টার মধ্যে শিশু ভিকটিম ফাতেহা হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার:
বিস্তারিত
গত শনিবার সন্ধ্যার দিকে দাদির ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় ফাতেহা আক্তার (০৭)। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ভিকটিম ফাতেহা আক্তার কে না পেয়ে ০২/১০/২০২৩ইং তারিখ বাঞ্ছারামপুর থানায় আসিয়া একটি নিখোঁজ ডায়রী করেন।
জিডি করার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম এর সার্বিক তত্ত্ববধানে অফিসার ইনচার্জ, বাঞ্ছারামপুর থানার নেতৃত্বে ভিকটিম ফাতেহাকে উদ্ধার করতে মাঠে নামে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম। পুলিশের বিরতিহীন অভিযানে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টার মধ্যে আসামী আলাউদ্দিন এবং মোঃ লাজিম কে গ্রেফতার করে পুলিশ। আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে ভিকটিম ফাতেহা আক্তার এর মৃতদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।