Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মাদক পাচারকারী গ্রেফতার:
Details

ইং ১৬/০৩/২০২৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় মাদক  বিরোধী অভিযান করা কালে অত্র থানাধীন ০৭নং লালপুর ইউপিস্থ লালপুর সাকিনের হাদায়রা বাড়ির ধৃত আসামী জোহরা বেগম, স্বামী-কালন মিয়ার টিনসেড বশত ঘর থেকে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক ০১ (এক) জনকে গ্রেফতার করেন। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আলমত জব্দ তালিকা মূলে জব্দ করেন। 
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। জোহেরা বেগম (৩০), স্বামী-কালন মিয়া, পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-মোকছেদা বেগম, সাং-লালপুর, হাদায়রা বাড়ি, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

Images
Attachments
Publish Date
16/03/2025
Archieve Date
16/03/2027