Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কসবা থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ০১ জন।
Details

অদ্য ০৯/০৪/২০২৫ তারিখ কসবা থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সকাল ০৬:০০ ঘটিকার সময় অত্র থানাধীন তালতলা পূর্বপাড়া নিতাইনগর সাকিনস্থ কসবা টু সৈয়দাবাদ গামী পাকা রাস্তার উপর হইতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করতঃ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। 
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মেহেদী হাসান মানিক (৩৩),
পিতা-মোঃ আফজাল হোসেন, 
মাতা-রমিশা বেগম,
সাং-হরিনারায়নপুর মুক্তার মেলা, ওয়ার্ড নং-০৩,
ইউপি-১১ নং মোহাম্মদর্পু, 
থানা- ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Images
Attachments
Publish Date
09/04/2025
Archieve Date
09/04/2027