Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিশেষ সতর্কীকরণ পুলিশ পরিচয়ে অর্থ দাবী
Details

প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুনাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কোন দায়িত্বশীল কর্মকর্তার পরিচয় দিয়ে যদি (হোয়াট’সঅ্যাপ/ইমু/মেসেঞ্জার বা অন্যকোন মাধ্যমে) কোন টাকা দাবী করে তবে তাৎক্ষণিক 01320-115898 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। জেলা পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে এই ধরণে ঘটনা ইতোমধ্যে ঘটেছে । বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তদন্তাধীণ আছে। উক্ত বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

Images
Attachments
Publish Date
24/03/2025
Archieve Date
24/03/2027