Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১:
Details

বিজয়নগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৮ ফ্রেবুয়ারী ২০২৫ খ্রি. তারিখ ১৬.২০ ঘটিকার সময় অত্র থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা দক্ষিন মাথা সাকিনে জনৈক দেলোয়ারের বসত ঘরের পশ্চিম পাশ্বে আউলিয়া বাজার হইতে হরষপুরগামী পাকা রাস্তার উপর ধৃত আসামীর হেফাজত হইতে ১৩০০(এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করতঃ ০১ (এক) জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। শশী আক্তার (২৮), পিতা: ফেরদৌস, মাতা-রোজিনা খাতুন, সাং- পঞ্চবটি পুকুরপাড়, ০৩নং ওয়ার্ড, ভৈরব পৌরসভা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

Images
Attachments
Publish Date
18/02/2025
Archieve Date
18/02/2027