Wellcome to National Portal
Main Comtent Skiped

Brahmanbaria district police at a glance

এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সম্পর্কে জানতে ভিজিট করুন (brahmanbaria.police.gov.bd)

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি  প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে এই জেলা কুমিল্লা (পুরাতন নাম  ত্রিপুরাজেলার অন্তর্ভূক্ত ছিল।

১৭৯৩ খ্রিস্টাব্দে ত্রিপুরা  জেলা প্রতিষ্ঠিত হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ এলাকা ময়মনসিংহ জেলার অর্ন্তভূক্ত ছিল।

১৮৩০ সালে সরাইলদাইদপুরহরিপুরবেজুরা সতরকন্ডল পরগনাময়মনসিংহ হতে ত্রিপুরা জেলার কাছে হস্তান্তর করা হয়।

১৮৬০ সালে নাসিরনগর মহকুমা প্রতিষ্ঠিত হলে ব্রাহ্মণবাড়িয়া অধিকাংশ এর অধীনস্থ হয়। ১৮৭৫ সালে নাসিরনগর মহকুমার নাম পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা করা হয়। তৎপূর্বেই ১৮৬৮ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া শহর পৌরসভা  হয়।

১৯৪৭ পরবর্তীসময়ে বৃহত্তর কুমিল্লা জেলা পূর্ব পাকিস্তানের অর্ন্তগত হয়। ১৯৬০ সালে ত্রিপুরা জেলার পূর্ব পাকিস্তান অংশের নামকরণ হয় কুমিল্লা জেলা। তখন ব্রাহ্মণবাড়িয়া একটি মহকুমা শহর নামে পরিচিত ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের  মাধ্যমে স্বাধীনতা লাভ করে। 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের (ব্রাহ্মণবাড়িয়া জেলা) নামের তালিকা:  

০১। শহীদ (এস.আইআব্দুল হাকিম

০২। শহীদ (এস.আইইসমাইল সরকার

০৩। শহীদ (এস.আইআব্দুল মালেক

০৪।শহীদ (এস.আই ) আলী আজম ভূইয়া

০৫। শহীদ (এস.আইআব্দুল হক চৌধুরী

০৬। শহীদ কনস্টেবল  আব্দুল মান্নান বীরবিক্রম

০৭। শহীদ কনস্টেবল ৮৪৯ফরিদ মিয়া

০৮। শহীদ কনস্টেবল আব্দুল মান্নান

০৯। শহীদ কনস্টেবল ২৩৩৯জহির আলী

১০। শহীদ কনস্টেবল ৩৮৫আলতাফ আলী

১১। শহীদ কনস্টেবল ১৪৯,আবু আহম্মেদ ভূইয়া

১২। শহীদ কনস্টেবল ৪১৫,কুটি চাঁন্দ মিয়া।
   

স্বাধীনতা উত্তর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সময় ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণা করা হয়।

বর্তমানে ০৪ (চার)টি সার্কেল এবং  ০৯ (নয়)টি থানা নিয়ে  ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ গঠিত

ক্রমিক নং

সার্কেলের নাম

থানার নাম

ইউনিয়নের সংখ্যা

পৌরসভার সংখ্যা

০১

সদর সার্কেল

সদর মডেল থানা

১১টি

০১

 

 

বিজয়নগর থানা

১০টি

-

০২

নবীনগর সার্কেল

নবীনগর থানা

২১টি

০১

 

 

বাঞ্ছারামপুর থানা

১৩টি

০১

০৩

কসবা সার্কেল

কসবা থানা

১০টি

০১

 

 

আখাউড়া থানা

০৫টি

০১

০৪

সরাইল সার্কেল

সরাইল থানা

০৯টি

 

 

 

আশুগঞ্জ থানা

০৮টি

 

 

 

নাসিরনগর থানা

১৩টি